চাঁদে আছড়ে পড়ছে ইলন মাস্কের রকেট

চাঁদে আছড়ে পড়ছে ইলন মাস্কের রকেট

মঙ্গলে মানুষ পাঠাতে চান স্পেসএক্সের সিইও ও ইনফ্লয়েন্সিয়াল বিলিয়নেয়ার ইলন মাস্ক। এ কথা সবারই জানা। শুধু তাই নয়। নাসার চাঁদে যাওয়ার মিশন প্রজেক্ট আর্টিমেসের সঙ্গেও যুক্ত স্পেসএক্স।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার আর্টিমেসের আগেই ইলন মাস্কের রকেট পৌছে যাচ্ছে চাঁদে।

যদিও এটি কোনো চন্দ্রাভিযান নয়। ২০১৫ সালে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট মহাকাশে গমন করে। তার অভিযান ছিল পৃথিবী থেকে চাঁদের দূরত্বেরও ৪ গুন বেশি দূরে। মানবজাতিকে মাল্টিপ্ল্যানেটারী স্পিসিসে পরিণত করার ইলন মাস্কের পরিকল্পনার অংশ হিসেবে দূরের গ্রহের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একটি স্যাটেলাইট পৌছে দেয়াই ছিল মিশনের উদ্দেশ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>

মন্তব্যসমূহ