নোটপ্যাডের টেক্সট পিডিএফে রূপান্তর করুন খুব সহজেই

নোটপ্যাডের টেক্সট পিডিএফে রূপান্তর করুন খুব সহজেই


আমরা অনেক সময় খুব দ্রুত কিংবা সহজ উপাই হিসবে দরকারি অনেক নোট উইন্ডোজের নোটপ্যাডে txt ফরম্যাটে লিখে রাখি। প্রয়োজন ভেদে কোন কোন সময় এই নোটপ্যাড ফাইল প্রিন্ট করার প্রয়োজন পড়ে। আবার কখনও বা অফিসিয়াল কিংবা ব্যাক্তিগত দরকারে ফাইলটি পিডিএফে রূপান্তর করতে হয়, বিশেষ করে ইমেইল বার্তা পাঠানোর জন্য।

চাইলেই খুব সহজেই এই txt ফরম্যাটের নোটপ্যাড ফাইল টিকে পিডিএফে রূপান্তর করতে পারবেন।

চলুন দেখে নেই প্রক্রিয়াটি।

নোটপ্যাডের যে ফাইলটি পিডিএফে রূপান্তর করতে চান, সেটি খুলুন। তারপর ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্ট অপশনে নির্বাচন করুন। দেখবেন একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। 

নোটপ্যাডের টেক্সট পিডিএফে রূপান্তর করুন খুব সহজেই

ডায়ালগ বক্সের ডান পাশে থাকা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশন নির্বাচন করে নিচে থাকা প্রিন্ট বাটনে ক্লিক করুন। ফাইলটি পিডিএফে খোলার জন্য একটি নতুন ডায়ালগ বক্স দেখা যাবে। এবার ফাইল নেম বক্সে নতুন নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই নোটপ্যাডে থাকা ফাইল পিডিএফে রূপান্তর হয়ে যাবে।

নোটপ্যাডের টেক্সট পিডিএফে রূপান্তর করুন খুব সহজেই


মন্তব্যসমূহ