মাত্র ১৭ মিনিটে শতভাগ চার্জ হবে যে ফোন

মাত্র ১৭ মিনিটে শতভাগ চার্জ হবে যে ফোন

কাজ, বিনোদন, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ঢুঁ- সবকিছুর মূলে এক কথা, ফোনে থাকতে হবে চার্জ। আর অবশ্যই সেই চার্জের জন্য বেশি সময় ব্যয় করা যাবে না।

হাতের স্মার্টফোনটি যেন খুব অল্প সময়ের মধ্যে শতভাগ চার্জ করা যায় সে প্রযুক্তির উন্নতিতে বিভিন্ন ব্যান্ড কাজ করছে। জোর দিচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তির অত্যাধুনিক সব উপায় উদ্ভাবনে।

অবশ্য এরই মধ্যে শাওমি, অপো, ভিভো, স্যামসাং প্রায় সব ব্র্যান্ডই বিষয়টিতে অনেক এগিয়েছে। বাজারে নিয়ে এসেছে ফাস্ট চার্জিংয়ের ডিভাইস। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীনা ব্র্যান্ড শাওমি। তারা বাজারে ছেড়েছে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তির ফোন। যাতে মাত্র ১৭ মিনিটেই ব্যাটারি চার্জ হবে শতভাগ।

ফোনটির মডেল হচ্ছে শাওমি ইলেভেন-টি প্রো। দেশের বাজারে শাওমির এটাই প্রথম ফোন, যাতে ১২০ ওয়াটের শাওমি হাইপার চার্জ প্রযুক্তি রয়েছে। শাওমির দাবি- এ প্রযুক্তিতে মাত্র ১৭ মিনিটে ফোনটিতে থাকা ৫০০০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>

মন্তব্যসমূহ